নামোশংকরবাটি কলেজে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন
- ১৯শে ফেব্রুয়ারি ২০২১ সন্ধ্যা ০৭:৪০:৪১
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটি কলেজে মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনার উদ্বোধন করা হয়।
একুশে পদক প্রাপ্ত মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম ডাঃ আ আ ম মেসবাহুল হক( বাচ্চু ডাঃ ) এর সুযোগ্য কন্যা জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি এম পি র ঐকান্তিক প্রচেষ্টায় ও প্রধানমন্ত্রীর অর্থায়নে নবনির্মিত শহীদ মিনারটি শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, বিশিষ্ট চিকিৎসক ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডাঃ গোলাম রাব্বানী, জেলা বিএমএ এর সভাপতি ডাঃ দুরুল হোদা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ মিজানুর রহমান, বিশিষ্ঠ কৃষিবিদ সাইফুল ইসলাম, , জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশেক সম্পাদক আঃ হাই, জেলা যুবলীগের নেতা মেসবাহুল জাকের, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রেজা ইমন,যুব মহিলা লীগের সভাপতি এ্যাড ইয়াসমিন সুলতানা রুমা, জেলা ছাত্র লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাহিদ সিককদারসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
নতুন প্রজন্মের কাছে মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার জন্য ধারাবাহিক ভাবে প্রতিটি স্কুল কলেজে শহীদ মিনার নির্মাণ করা হবে বলে জানান সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি।
০ টি মন্তব্য