আজ রবিবার, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯শে মে ২০২৪

পরীক্ষা শেষে লাশ হয়ে বাড়ি ফিরলো চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের দুই শিক্ষার্থী

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জের রেহাইচর সংলগ্ন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মহানন্দা সেতুর টোলঘর এলাকায় ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই ২জন সহপাঠী নিহত হয়েছে। তারা দুইজনই বারঘরিয়াস্থ চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্র। পরীক্ষা শেষে বাড়ি ফেরার সময় মোস্তাফিজুর ও মিনারুল নামে ওই দুই শিক্ষর্থী দুর্ঘটনার শিকার হয়।

নিহত ২ সহপাঠী হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আরামবাগ মহল্লার ভাড়াটিয়া, পুরাতন বাজার পেয়াজ আড়তদার এলসি ব্যবসায়ি মো. সেলিমের ছেলে মো. মোস্তাফিজুর রহমান (১৯)। তাদের দেশের বাড়ি গোপালগঞ্জ জেলা ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মিল্কি বিদিরপুর মহল্লার সিরাজুল ইসলামের ছেলে মো. মিনারুল ইসলাম (২০)।

সদর হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের ডাক্তার, ওসি মোজাফফর হোসেন এ প্রতিবেদককে জানান, সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা দ্রুত গতির একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-২০-৬৮৫৫) বিপরীত দিক থেকে আসা ২ জন বাইসাইকেল আরোহীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারায় তারা। ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে সড়ক দুর্ঘটনাটি ঘটে। ২ জনের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন এসআই আবদুল কাদের।

এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। নিহত সহপাঠীদের বাইসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এদিকে পলাতক চালক-হেলপারকে ধরতে পুলিশের টিম বিভিন্নস্থানে অভিযান চালাচ্ছেন বলে শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ