চাঁপাইনবাবগঞ্জে অনার্স, মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন
- ১৬ই ফেব্রুয়ারি ২০২১ দুপুর ০২:০১:৩৪
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
জনবল, অবকাঠামো ও এমপিও নীতিমালা -২০১৮ তে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত বেসরকারি কলেজের অনার্স, মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে চত্বরে বঙ্গবন্ধু মঞ্চের সামনে জেলার বিভিন্ন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজের অনার্স ও শিক্ষকরা মানববন্ধন করে।
মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স ও মাস্টার্স শিক্ষক ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মোঃ নুরুল ইসলাম, সদস্য সচিব জমির উদ্দিন, প্রভাষক ইরজাতুন নেসা, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, মেসবাউল উদ্দিন, মমতা মণ্ডল, আনোয়ারুল ইসলাম প্রমূখ। বক্তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজের অনার্স ও মাস্টার্স এর ৫৫০০শিক্ষককে বিশেষ নির্দেশনার মাধ্যমে এমপিওভুক্তি করার জন্য আবেদন জানান।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা মন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়
০ টি মন্তব্য