আজ রবিবার, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯শে মে ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের ই-ট্রাফিক প্রশিকিউশন শুরু

মেহেদি হাসান

জেলা পুলিশের ই-ট্রাফিক প্রশিকিউশন কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শহরের বিশ্বরোড মোড়ে সার্জেন্ট আতাউল ট্রাফিক বক্সের সামনে এই কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব। উদ্বোধনকালে সক্ষিপ্ত বক্তব্যে পুলিশ সুপার বলেন-“নতুন ট্রাফিক আইন জোরদারভাবে প্রয়োগ করা এবং মানুষ যাতে ট্রাফিক আইন মানে সেজন্য ট্রাফিকের কার্যক্রমকে আরো বেগবান করার লক্ষে এই ব্যবস্থা চালু করা হলো।

এই কার্যক্রমের ব্যাখ্যা দিয়ে পুলিশ সুপার বলেন-আগে ট্রাফিক আইন ভঙ্গকারীর বিরুদ্ধে মামলা হলে তাকে অফিসে যেতে হতো কিন্তু এই ব্যবস্থা চালু হবার ফলে তাকে আর অফিসে যেতে হবে না। ট্রাফিক যেখানে তাকে ধরবে সেখানেই তার কাগজপত্র পরীক্ষা করে যদি মামলাযোগ্য হয তাহলে তার বিরুদ্ধে মামলা করবে। এমন কি তার গাড়ির কাজপত্র ঠিক আছে কি না তাও ডিজিটাল মেশিনের দ্বারা পরীক্ষা করা হবে। এই পদ্ধতি চালু হওয়ার ফলে যানবাহন ব্যবহারকারীদের হয়রাণী যেমন থাকবেনা তেমনি অপরাধকারীর জন্য কোনো চলবে না।  কেন না একটি সফটওয়ারের মাধ্যমে মামলার কার্যক্রম পরিচালনা করা হবে। যার বিরুদ্ধে মামলা হবে তাকে স্পটে বসেই স্ক্রিণ প্রিন্ট আউট দিয়ে দেয়া হবে। জরিমানার টাকা স্পটে পরিশোধ করলে সঙ্গে সঙ্গে মামলা নিষ্পত্তি হবে। টাকা দিতে না পারলে ব্যাংকে ও ইউ ক্যাসের মাধ্যমে টাকা পরিশোধ করা যাবে।  পথেঘাটে এ নিয়ে যেন কোনো ধরণের সমস্যা সৃষ্টি না হয় সে জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। ধীরে ধীরে জেলার সকল উপজেলায় এই পদ্ধতি চালু করা হবে বলেও জানান তিনি।  

এ-সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এস.এ.এম. ফজল-ই-খুদা, অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল) মো. ইকবাল হোছাইন, সদর থানার অফিসার ইনচার্জ মোজাফর হোসেন, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) টিআই ( প্রশাসন) গোলাম সারোয়ারসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।     

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ