বারঘরিয়ায় মাদকসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে চাঁপাইনবাবগঞ্জের ডিবি পুলিশ
- ৭ই ফেব্রুয়ারি ২০২১ বিকাল ০৩:৫৮:২৫
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মহানন্দা সেতুর বারঘরিয়া প্রান্তে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭ বোতল ফেনসিডিলসহ ৩জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের একটি দল।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার পিঠালিতলা গ্রামের আবদুল মালেকের ছেলে কুতুবউদ্দিন ওরফে কুতুব (৩০), নাটোর জেলার ঈশ্বরদী থানার দাসুরিয়া মুনসিদপুর এলাকার দুলাল হোসেনের ছেলে মিজানুর রহমান ওরফে সানাউল্লাহ (২৮) ও খলিল মালিথার ছেলে মুকুল হোসেন (২৯)।
জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদারের নির্দেশনায় এসআই আবু আব্দুল্লাহ জাহিদ পিপিএম, এসআই আসগার আলী, এসআই আরিফসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে হাতেনাতে গ্রেপ্তার করে।
৬ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যা পৌণে ৭ টার দিকে অভিযান টি চালানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়।
০ টি মন্তব্য