শহরের অক্ট্রয় মোড় থেকে ২৩৫ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার
- ৬ই ফেব্রুয়ারি ২০২১ রাত ০৮:১০:২৯
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
চাঁপইনবাবগঞ্জে ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করেছেন র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অপারেশন দল। ৫ ফেব্রুয়ারি রাতে জেলা শহরের অক্ট্রয় মোড় থেকে ২৩৫ বোতল ফেনসিডিলসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর ঝেটুনপাড়া গ্রামের মো. তহুরুল ইসলামের ছেলে মো. রুহুল আমিন (১৯) ও বালুটংগী গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে মো. আব্দুল লতিফ (৩৫)।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে রাতে অক্ট্রয় মোড়ে অভিযান চালায়। সেখানে চেকপোস্ট পরিচালনা করে ১টি ব্যাটারিচালিত অটোভ্যানযোগে নিয়ে যাবার সময় ২৩৫ বোতল ফেনসিডিলসহ মো. রুহুল আমিন ও মো. আব্দুল লতিফকে গ্রেপ্তার করা হয়।
০ টি মন্তব্য