আজ রবিবার, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯শে মে ২০২৪

হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষকের বদলি বাতিল চেয়ে মানববন্ধন

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তরিকুল ইসলামের বদলি বাতিল চেয়ে বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী ও হরিমোহন প্রাক্তন ছাত্র সমিতি’র ব্যানারে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের স্বাক্ষরযুক্ত স্মারকলিপি প্রদান করা হয়। 

বৃহস্পতিবার (৪’ফেব্রুয়ারী) সকালে চঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে বক্তব্য দেন,এসএসসি পরিক্ষার্থী আবু সিয়াম,আব্দুল হাই মাহি,মো.শুভ,মাহমুদুর রহমান রোকন,প্রাক্তন ছাত্র সমিতি’র সহসভাপতি গোলাম শাহনেওয়াজ অপু,সম্পাদক জাবেদ আখতার প্রমুখ। 

বক্তরা দাবী করেন,প্রধান শিক্ষকের বদলি বিধিসম্মত হয় নি। স্বার্থান্বেষী মহলের তদবিরে অনৈতিকভাবে তাকে বদলি করা হয়েছে। বক্তরা প্রধান শিক্ষককে বিদ্যালয়ের শিক্ষা পরিবেশবান্ধব দাবি করে পূর্ণ তদন্ত সাপেক্ষে তার বদলি আদেশ বাতিলের দাবি  জানান।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ