আজ রবিবার, ২২শে বৈশাখ ১৪৩১, ৫ই মে ২০২৪

নারায়নপুর আদর্শ কলেজে ক্লাস রুম পেয়ে খুশি শিক্ষার্থীরা

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রত্যন্ত চরাঞ্চল নারায়নপুর আদর্শ কলেজে দীর্ঘদিন পর উন্নয়নের ছোঁয়া লেগেছে নারায়নপুর ইউনিয়নে সরকারি বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ভবন থাকলেও বেসরকারি দু-একটি ছাড়া প্রতিষ্ঠান ভবন নেই বললেই চলে সেখানে বেসরকারিভাবে প্রতিষ্ঠিত হওয়া নারায়নপুর আদর্শ কলেজের ইউনিয়নের  ছাত্র-ছাত্রী থাকলেও সেখানে নেই কোন তেমন ক্লাসরুম প্রশাসনিক ভবন এই প্রথম চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম তাজকির উজজামান সভাপতির দায়িত্ব পাওয়ার পর সেখানে ঘুরে দেখে তিনি কলেজের ভবন অতি জরুরী ভেবে এলজিএসপি প্রকল্প হতে ৩ লাখ ৪০ হাজার টাকা ও জেলা প্রশাসকের স্পেশাল বরাদ্দ হতে এক লক্ষ টাকা দিয়ে  টিনের তৈরি মনোরম একটি ভবন তৈরি করে দিয়েছেন যা পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ উল্লাস করছে। 

কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান কলেজটিতে বর্তমানে ১৫৭ জন শিক্ষার্থী রয়েছে এ বছর এইচএসসি পরীক্ষায় অটো পাশে ৬৬ জন কলেজ হতে পাস করেছে। নারায়নপুর ইউনিয়ন এর অধিবাসী  জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন, জানান স্বাধীনতার পর বিভিন্ন ইউনিয়নে উন্নয়নের ছোঁয়া লাগলেও নারায়ণপুর ইউনিয়ন  এখনও উন্নয়নের ছোঁয়া তেমন হয়নি।  আমরা জেলা প্রশাসন , জনপ্রতিনিধির কাছে আবেদন জানাচ্ছি নারায়ণপুরের বিভিন্ন জায়গায় সড়কপথ কালভার্ট স্কুল-কলেজের উন্নয়ন করার জন্য। 

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ