আজ শনিবার, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ই মে ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধু ও মানবাধিকার বিষয়ক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মেহেদি হাসান

জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু ও মানবাধিকার বিষয়ক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনলাইনে ভার্চুয়াল পদ্ধতিতে ঢাকা হতে সরকারি অনুষ্ঠানে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগমের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন  রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) এ এন এম মঈনুল ইসলাম (যুগ্ন-সচিব) , জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্র নাথ উরাও, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার  কুন্ডু,চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মনোয়ারা খাতুন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট মোঃ জাকিউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম সরকার,
শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাকিব আল রাব্বীসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ।
চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে পুরস্কার পান নাচোল এশিয়ান স্কুল অ্যা- কলেজের ছাত্র মোহাঃ মোবাশ্বের আলী, রাজশাহী সরদহ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রী আয়েশা আলিমা।
এছাড়াও রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ন কবীর খন্দকার পক্ষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) এ এন এম মঈনুল ইসলাম (যুগ্ন-সচিব) , জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল
ইসলাম সরকার, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাকিব আল রাব্বী, গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান (পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্র নাথ উরাও ) ও জেলা শিক্ষা অফিসার পুরস্কার লাভ করেন।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ