চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা-ফেনসিডিলসহ ৩ জন গ্রেপ্তার
- ২৬শে জানুয়ারী ২০২১ সন্ধ্যা ০৭:৩৩:৪১
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের মাদকবিরোধী পৃথক ২টি অভিযানে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৯৩ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের সাধারিটোলা এলাকার রেজাউল হকের ছেলে হৃদয় আলী (২২), নওগাঁ জেলার নিয়ামতপুর মাকলাহাট হাজীনগর এলাকার মৃত বজলুর রহমানের ছেলে মো. আব্দুল মালেক (৪২) ও মো. আব্দুল হামিদ (৩০)।
এসআই অনুপ কুমার সরকার এ প্রতিবেদককে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদারের নির্দেশনায় এসআই মশিউর রহমান ও আমিসহ সঙ্গীয় ফোর্স পৃথকভাবে অভিযান দুটি পরিচালনা করা হয়।
২৪ জানুয়ারি বিকেল ৪ টার দিকে গোমস্তাপুর থানার মালপুর বাজার হতে ৬০০ পিস ইয়াবাসহ হৃদয় ও মালেককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে ২৬ জানুয়ারি রাত ১২ টার দিকে বিনোদপুর হাইস্কুল মাঠ থেকে ৯৩ বোতল ফেনসিডিলসহ হামিদকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ৩জন দীর্ঘদিন মাদক ব্যবসারব সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ দুটি ঘটনায় থানায় পৃথক ২ টি মামলা রুজু করা হয়।
০ টি মন্তব্য