আজ রবিবার, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯শে মে ২০২৪

বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন অংশীজনের সাথে মতবিনিময় সভা শপথ ও পর্যটক গাইডের মোড়ক উন্মোচন

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন অংশীজনের সাথে মতবিনিময় সভা ও চাঁপাইনবাবগঞ্জ পর্যটক গাইড এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।  শনিবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু মঞ্চে জেলা প্রশাসক  মোঃ মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ (অতিরিক্ত সচিব) ওয়াহিদা আক্তার। 

বিশেষ অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ -১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, সাইকের নির্বাহী পরিচালক ড. বখতিয়ার হাসান, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী,  পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন। 

প্রধান অতিথি তার বক্তব্যে জানান, বাল্যবিবাহ আমাদের সমাজের একটি অভিশাপ, এটি এখন আমাদের সমাজে ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। বাল্যবিবাহ দেয়া মানে একটি পরিবারের সন্তানের জীবনকে নিঃশেষ করে দেয়া। তাই এ বাল্যবিবাহের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। সমাজ থেকে এ ব্যাধি দূর করতে হবে। আলোচনা সভা শেষে বাল্যবিবাহ বিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়। 

এর পরে মুজিব বর্ষ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভ্রমন নির্দেশিকা চলো বেড়াই চাঁপাই ও  পর্যটক গাইড দেখা হয়নি চক্ষু মেলিয়ে এর মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দরা।   মোড়ক উন্মোচন শেষে গম্ভীরা গান অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল জনপ্রতিনিধি , সদর উপজেলার বীরমুক্তিযোদ্ধাগন ও সরকারি কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।  

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ