চাঁপাইনবাবগঞ্জে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ
- 13 January 2021 18:42 PM
- চাঁপাইনবাবগঞ্জ সদর
- ডেস্ক নিউজ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ, চাঁপাইনবাবগঞ্জ শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। বুধবার ১৩ জানুয়ারি শহরের বাতেন খাঁর মোড়স্থ শাখা ভবনে এফএভিপি ও শাখা ব্যবস্থাপক মোঃ রাশেদুল ইসলাম এবং শাখার অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে শীতার্ত মানুষের মাঝে প্রায় ৬০০ শতাধিক কম্বল বিরতণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে এফএভিপি ও শাখা ব্যবস্থাপক মোঃ রাশেদুল ইসলাম জানান , আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিঃ শুধু মাত্র ব্যবসায়িক প্রয়োজনেই তাদের কার্যক্রম পরিচালনা করেনা। ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে উক্ত প্রতিষ্ঠানটি দুস্থ মানুষের পাশেও দাঁড়াতে চায় এবং উক্ত সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবেই এই কর্মসুচী।
০ টি মন্তব্য