চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
- 8 January 2021 22:57 PM
- চাঁপাইনবাবগঞ্জ সদর
- ডেস্ক নিউজ

প্রথম আলো বন্ধুসভা, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নতুন কমিটির প্রথম ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ শহরের নবাবগঞ্জ সরকারি কলেজ শহীদ মিনারে এ সভা অনুষ্ঠিত হয়।
কমিটির সাবেক সভাপতি সাঈদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপদেষ্টা আনোয়ার হোসেন, রফিক হাসান বাবলু, মনোয়ারা খাতুন, বর্তমান সভাপতি ওজিফা খাতুন, সহসভাপতি মারিয়া হাসান, সাধারণ সম্পাদক আরাফাত মিলেনিয়াম, অর্থ সম্পাদক সম্পাদক আলী উজ্জামান নূর প্রমূখ।
এসময় নতুন কার্যকরি কমিটির (২০২১) তালিকা প্রকাশ করা হয়। নতুন কমিটিতে ওজিফা খাতুনকে সভাপতি ও আরাফাত মিলেনিয়ামকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয়। সভায় কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা থেকে আগামী এক বছরের কর্ম পরিকল্পনা প্রণয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া আগামী ১২ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সম্মেলনের দিন নির্ধারণ করা হয়।
০ টি মন্তব্য