চাঁপাইনবাবগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভা অনুষ্ঠিত
- 8 January 2021 22:00 PM
- চাঁপাইনবাবগঞ্জ সদর
- ডেস্ক নিউজ

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা’র আহ্বায়ক কমিটি’র এক সভা আজ শুক্রবার সকালে জেলা শহরের শ্রী শ্রী রামসীতা মন্দিরে অনুষ্ঠিত হয়েছে। জেলা শাখা’র আহবায়ক সাংবাদিক ডাবলু কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, আহ্বায়ক কমিটি’র সদস্য সচিব ধনঞ্জয় চ্যাটার্জী, কেন্দ্রীয় কমিটির সদস্য কমল ত্রিদেবী, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক প্রণব কুমার পাল, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক কনক রঞ্জন দাস, কুণাল মুখার্জী, শিবগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ বড়গড়িয়া, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার দাস, গোমস্তাপুর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ডলার সাহা, নাচোল পূজা উদযাপন পরিষদের সভাপতি গোবিন্দ্র চন্দ্র বর্মণ, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার ঘোষ, বারঘরিয়া বাইস পুতুল পূজা কমিটির সাধারণ সম্পাদক মৃণাল কান্তি পাল, নারী নেত্রী গৌরি চন্দ্র সিতু, রঞ্জনা বর্মণ প্রমুখ।
সভার শুরুতে পবিত্র গীতা পাঠ করেন রামসীতা মন্দিরের পুরোহিত চন্দন পান্ডে। পরে জেলা পূজা উদযাপন পরিষদের নবনিযুক্ত আহবায়ক ডাবলু কুমার ঘোষ ও সদস্য সচিব ধনঞ্জয় চ্যাটার্জীকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন ঝংকার সংঘের অপূর্ব সরকার, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা স্বপন ঘোষ।
সভায় জেলার ৫ টি উপজেলা ও পৌর কমিটির সম্মেলন আগামী ৩১ জানুয়ারীর মধ্যে শেষ করার সিদ্ধান্ত নেয়া হয়। পুরো সভাটি স লনা করেন, সমিত কুমার চ্যাটার্জী।
০ টি মন্তব্য