অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা
- ৭ই জানুয়ারী ২০২১ বিকাল ০৫:২৬:০৭
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মহোদয়ের প্রদত্ত ক্ষমতাবলে ও জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এর নের্তৃত্বে গোমস্তাপুর উপজেলায় বৃহস্পতিবার ৭ জীনুয়ারি মনিটরিং চালানো হয়।
অভিযানে গোমস্তাপুর উপজেলার রহনপুরের কাঠালমোড়ে ইউসুফ বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করার অভিযোগে ১০(দশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
উক্ত অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর কোবাদ আলি ও সরওয়ার জাহান সজল। নিরাপত্তা বিধানে সহযোগিতা করেন গোমস্তাপুর উপজেলার একটি চৌকস পুলিশ টিম।
এধরণের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।
০ টি মন্তব্য