চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
- 2 January 2021 18:27 PM
- চাঁপাইনবাবগঞ্জ সদর
- ডেস্ক নিউজ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। (শনিবার ২ জানুয়ারি) সকাল ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্্র সদর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আসাফুদৌল্লার সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবলীগের সভাপতি সামিউল হক লিটন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু, সদর উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি শাহনেওয়াজ দুলাল, সাধারণ সম্পাদক লেলিন প্রামানিকসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদকগণ।
বর্ধিত সভায় আগামীতে বিভিন্ন ইউনিয়নে নিস্ক্রিয় হয়ে থাকা কমিটিগুলোকে সক্রিয় করতে ইউনিয়ন থেকে আগত সভাপতি ও সাধারণ সম্পাদকদের বর্ধিত সভা করে যুবলীগকে কে গতিশীল করতে দিকনির্দেশনা বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
০ টি মন্তব্য