আজ শুক্রবার, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ই মে ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

মেহেদি হাসান

 শিক্ষার্থীদের আনন্দ-উচ্ছ্বাসের মধ্যদিয়ে ২০২১ সালের নতুন বছরে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া কার্যক্রম শুরু করা হয়েছে। শুক্রবার বছরের প্রথম দিনেই স্ব স্ব বিদ্যালয়ে সীমিত সংখ্যক শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়ার মাধ্যমে এই বই উৎবের এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় শিক্ষার্থীরা নতুন বইয়ের ঘ্রাণে উদ্বেলিত হয়ে ওঠে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় জেলা শহরের নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সীমিত পরিসরে কোমলমতি শিক্ষার্থীদের হাতে স্বাস্থ্যবিধি মেনে পাঠ্যপুস্তক তুলে দেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল ইসলাম সরকার। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূর-উর-নাহার রুবিনা, সদর উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার পরিমল কুমার কুন্ডু, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. সামিউল হক লিটন, সদস্য ডাবলু কুমার ঘোষ, প্রধান শিক্ষক মোসা. ইসমাৎ আরা বেগম, অভিভাবক কমিটির সদস্য লিপি রায় প্রমুখ।

অপরদিকে, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর  শিক্ষার্থীরা মুখে মাস্ক দিয়ে লাইনের মাধ্যমে সামাজিক দূরত্ব মেনে নতুন বই বিতরণ করা হয়। প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) তরিকুল ইসলাম জানান, সরকার আন্তরিকতার সাথে নতুন বই সকল শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে দিয়েছেন, এখন দায়িত্ব আমাদের শিক্ষার্থীদের সঠিকভাবে পাঠ দান করা। পরবর্তীতে পর্যায়ক্রমে অন্যান্য শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হবে। এছাড়া, সরকারি বালিকা বিদ্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে ৪র্থ শ্রেনীর শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন প্রধান শিক্ষক একেএম ফজুলর রহমান।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ