“গণতন্ত্রের বিজয় দিবস” উদ্যাপন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের
- ৩০শে ডিসেম্বর ২০২০ বিকাল ০৩:১৪:২৬
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জে “৩০ ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস” উদ্যাপন করেছে আওয়ামী লীগ। এ-উপলক্ষে জেলা আওয়ামী লীগ র্যালি ও পথসভার আয়োজন করে। বুধবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় শহীদ মনিমুল হক সড়কে জেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বর থেকে শুরু হওয়া র্যালিতে নেতৃত্ব দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওদুদ। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে পথসভায় মিলিত হয়। এতে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল আলম ও মিজানুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মহিলা লীগ নেত্রী নাসরিন আখতার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু, জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফায়জার রহমান কনক, সাবেক সাধারণ সম্পাদক ও কাউন্সিলর জিয়াউর রহমান আরমান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ।
বক্তারা বলেন-আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপলাভ করেছে। দেশ আজ উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে। বিশ্বের কাছে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হয়ে উঠেছে। এমন অবস্থায় আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করা হচ্ছে। তাই গণতন্ত্র রক্ষায় এবং সকল ষড়যন্ত্র প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
০ টি মন্তব্য