আজ মঙ্গলবার, ২৫শে ভাদ্র ১৪৩২, ৯ই সেপ্টেম্বর ২০২৫

ইন্ডিয়ান একাডেমিক রিসারচার্স এসোসিয়েশন (IARA ) এ্যাওয়ার্ড পেলেন ইবিএইউবি উপাচার্য

মেহেদি হাসান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি) এর মাননীয় উপাচার্য প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান ২৬ ও ২৭ ডিসেম্বর ২০২০ দুইদিনব্যাপি অনুষ্ঠিত আন্তর্জাতিক “অনলাইন গ্লোবাল সোস্যাল সাইন্স কনগ্রেস এন্ড ওঅজঅ এ্যাওয়ার্ড” প্রদান অনুষ্ঠানে উদ্বোধনী বক্তা হিসেবে তাঁর মূল্যবান বক্তব্য প্রদাণ করেন। উক্ত অনুষ্ঠানে মাননীয় উপাচার্যকে ‘ইন্ডিয়ান একাডেমিক রিসারচার্স এসোসিয়েশন (IARA ) ’ থেকে ‘ÔÔLifetime Achievement AwardÓ প্রদাণ করা হয়।  উল্লেখ্য যে,  (IARA )ভারতে অবস্থিত একটি জাতীয়, পেশাদারী ও অলাভজনক সংস্থা। যা শিক্ষা ও গবেষণায় আত্মনিয়োগকৃত ব্যক্তিবর্গের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে বিজ্ঞান ও সমাজ উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে কাজ করে থাকে। 


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ