চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিএসটিআই অফিস স্থাপনের উদ্যোগ
- ২২শে ডিসেম্বর ২০২০ রাত ০৯:০৬:০৩
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)’র অফিস স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও স্থানীয় স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএসটিআই, রাজশাহী কার্যালয়ের কর্মকর্তগণ।
চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চেম্বার সভাপতি মো. এরফান আলী। মতবিনিময়ে উপস্থিত ছিলেন- বিএসটিআইয়ের রাজশাহী কার্যালয়ের উপপরিচালক মো. রবিউল আযম, সহকারী পরিচালক মো. মোন্নাফ হোসেন, ঊর্ধ্বতন পরীক্ষক মো. কাউসার আলী, পরিদর্শক মো. শাহ আলম পলাশ খান। চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন- এফ কে এফ লুৎফর রহমান ফিরোজ, এম কোরাইশী মিলু, বাহারাম আলী, মাইনুল ইসলামসহ স্থানীয় ব্যবসায়ীবৃন্দ।
মতবিনিময় সভায় সকলে চাঁপাইনবাবগঞ্জ জেলায় দ্রুত বিএসটিআইয়ের অফিস স্থাপনের জন্য অনুরোধ জানান। বিএসটিআই অফিস স্থাপন হলে ভোক্তাগণ নিরাপদ খাদ্যসহ ব্যবসায়ীরা ব্যবসা সংক্রান্ত সনদপত্র ও মেট্রোলজিতে সহজীকরণ হবে বলে তারা জানান।
সভায় বিএসটিআই কর্মকতারা জানান, ব্যবসায়ী ও ভোক্তাদের সুবিধবার জন্য চাঁপাইনবাবগঞ্জে বিএসটিআইয়ের অফিস চালুর নীতিগত সিদ্ধান্ত হয়েছে।
০ টি মন্তব্য