আজ শুক্রবার, ১৯শে বৈশাখ ১৪৩১, ৩রা মে ২০২৪

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর এবং অবমাননার প্রতিবাদে বাসমাশিস চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে মানববন্ধন

মেহেদি হাসান


হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের উপর হামলার প্রতিবাদে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস), চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির উদ্যোগে সকাল ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়।
এ মানববন্ধনে বক্তব্য উপস্থাপন করেন, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জনাব একে এম ফজলুর রহমান এবং সহকারী শিক্ষক জনাব মোঃ শফিউল আজম, আজমাল হোসেন, মোঃ মনিরুজ্জামান, গাজল চন্দ্র সরকার এবং মোঃ আব্দুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান।বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বঙ্গবন্ধু মানে লাল-সবুজের পতাকা। বঙ্গবন্ধুকে অপমান মানে সমগ্র বাংলাদেশকে অপমান করা, সমগ্র বাঙালি জাতিকে অপমান করা। যারা এই ন্যক্কারজনক কাজ করেছে, তাদের অতি দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানানো হয়।
জাতির পিতার ভাস্কর্য ভাঙা বা অবমাননা করে চরম ধৃষ্টতার পরিচয় দিয়েছে উগ্র মৌলবাদী গোষ্ঠি। বঙ্গবন্ধুর অপমান সহ্য করা হবে না।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ