আজ রবিবার, ১০ই অগ্রহায়ণ ১৪৩১, ২৪শে নভেম্বর ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ পোস্ট অফিসের ভেতরের ছাদের পলেস্তার খসে পড়েছে। ঝুঁকির মধ্যে অফিস স্টাফ ও গ্রাহক

মেহেদি হাসান

জরাজীর্ণ অবস্থায় অসহায় ঠাঁই দাড়িয়ে আছে চাঁপাইনবাবগঞ্জের পুরাতন বাজার এলাকায় অবস্থিত প্রধান ডাকঘর পোস্ট অফিসটি। দেয়ালের আব্রতা হারিয়েছে সেই কবে। গাড়ী আসে গাড়ী যায় তবে আগের মত আর গাড়ী ভারি হয় না।

পোস্ট অফিসের মূল ভবনের সামনে দিক থেকে দেখলে যে কেউ ভাবতে পারেন মুঘল আমলের স্থাপনা। আসলে মুঘল আমলের না, দির্ঘদীন রং না করার কারণে ভবনের গায়ে কালো শ্যাওলা পড়েছে। হলুদ রং শুকিয়ে ফ্যাকা হয়ে গেছে। রাতের বেলা প্রায় সময় অন্ধকারে নিমজ্জিত থাকে পোস্ট অফিস। সৃধী মহল মনে করেন, এ সকল সমস্যার সমাধানে কর্তৃপক্ষ জোরালো ভাবে নজর দেবেন।

অন্যদিকে জরাজীর্ণ অবস্থায় অসহায় ঠাঁই দাড়িয়ে আছে চাঁপাইনবাবগঞ্জের পুরাতন বাজার এলাকার পোস্ট অফিস ডাকঘরের সামনের পোস্টবক্স দুটি। দেয়ালের আব্রতা হারিয়েছে সেই কবে। আগের মত আর চিঠি বক্সে পড়ে না। তাই ডাক পিয়ন এরও আর আগের মত তাড়া নেই।

এদিকে সরেজমিনে রোববার দেখা গেছে, চাঁপাইনবাবগঞ্জ পোস্ট অফিসের ভেতরের ছাদের পলেস্তার খসে পড়েছে। ঝুঁকির মধ্যে আছে অফিস স্টাফ ও গ্রাহকগণ। ছাদের পলেস্তারা যে কোন সময় খসে পড়ে অফিস স্টাফসহ গ্রাহক মারাত্মক ভাবে আহত হতে পারে।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ