আজ রবিবার, ১০ই অগ্রহায়ণ ১৪৩১, ২৪শে নভেম্বর ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান শীর্ষক সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রতিবাদ সভা

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান শীর্ষক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলা ও দায়রা জজ মোঃ আদিব আলী, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মোদক, পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) চাঁপাইনবাবগঞ্জ জেলার সভাপতি ডা. গোলাম রাব্বানী, হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক মাজদার হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। 

বক্তারা বলেন-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছে। জাতি যখন স্বাধীনতার ৫০ বছর পূর্তির প্রস্তুতি নিচ্ছে, যখন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন করছে, ঠিক তখন সেদিন যারা স্বাধীনতাকে মেনে নিতে পারেনি তাদেরই উত্তরসুরিরা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করেছে। তাদেরকে প্রতিহত করতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা প্রয়োজেন মাঠে নামবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করে তারা বলেন, কোনোভাবেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসম্মান হতে দেয়া হবে না। 

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ