আজ রবিবার, ১০ই অগ্রহায়ণ ১৪৩১, ২৪শে নভেম্বর ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে মানববন্ধন

মেহেদি হাসান

কুষ্টিয়া শহরে পাঁচ রাস্তার মোড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ ডিসেম্বর) সকালে  প্রতিবাদ জানিয়ে স্বাধীনতা শিক্ষক পরিষদ চাঁপাইনবাবগঞ্জ  সংগঠনের ব্যানারে  বালুগ্রাম কলেজের অধ্যক্ষ স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নামোশংকরবাটী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল জলিলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, শাহনেয়ামতুল্লাহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শরিফুল আলম, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শরিফুল আলম,মিয়া মোহাম্মদ আলী আফজাল আজিজি, মাহফুজুল হক ডন, গোলাম ফারুক মিথুন, আদিলুজ্জামান সোহেল প্রমুখ। 

মানববন্ধনে বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য ও বলিষ্ট নেতৃত্বে সকল ক্ষেত্রে দেশ যখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিগণিত হচ্ছে, ঠিক তখনি একটি কুচক্রীমহল তাদের হীন স্বার্থ চরিতার্থে জাতির পিতার ভাস্কর্য ভাঙ্গার মতো ঔদ্ধত্যপূর্ণ আচরণে লিপ্ত হয়েছে। সাম্প্রদায়িক এ গোষ্ঠীকে কোনভাবেই তাদের হীন স্বার্থ চরিতার্থ করতে দেয়া যাবে না। ভাস্কর্য বিরোধীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানানো হয়। 



মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ