আজ শুক্রবার, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ই মে ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বিক্ষোভ মিছিল-সমাবেশ

মেহেদি হাসান

গত শুক্রবার দিবাগত রাতে কুষ্টিয়া শহরে পাঁচ রাস্তার মোড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বিক্ষোভ মিছিল-সমাবেশ হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। প্রতিবাদ জানিয়ে আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৩টায় জেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি বঙ্গবন্ধু মুক্তমঞ্চে গিয়ে শেষ হলে সেখানেই সমাবেশ অনুষ্ঠিত হয়।

পরে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা বক্তব্য রাখেন, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সাবেক এমপি আব্দুল ওদুদ। পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড. মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম, পৌর আ.লীগের সভাপতি শরিফুল আলম। বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুর রহমান, যুগ্ন সম্পাদক মনিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌর আ.লীগের সহ-সভাপতি মোখলেসুর রহমান, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, জেলা যুবলীগের সভাপতি সামিউল হক লিটন, সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু, আওয়ামীলীগ নেতা ডা. গোলাম রাব্বানী, জেলা কৃষকলীগের সভাপতি অ্যাড. আব্দুস সামাদ বকুল, সাধারণ সম্পাদক মোসফিকুর রহমান টিটো, সদর উপজেলা কৃষকলীগের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রুহুল আমিন রাসেল, মেলা যুব মহিলা লীগের সভাপতি অ্যাড. ইয়াসমিন সুলতানা রুমা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফায়জার রহমান কনক ,মৎস্যজীবী লীগের সভাপতি রানাউল করিম রানা,  সাধারণ সম্পাদক শান্তনা হক, জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রেজা ইমন মন্ডল, সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দসহ আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী।

প্রধান বক্তার বক্তব্যে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সাবেক এমপি আব্দুল ওদুদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য ও বলিষ্ট নেতৃত্বে সকল ক্ষেত্রে দেশ যখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিগণিত হচ্ছে, ঠিক তখনি একটি কুচক্রীমহল তাদের হীন স্বার্থ চরিতার্থে জাতির পিতার ভাস্কর্য ভাঙ্গার মতো ঔদ্ধত্যপূর্ণ আচরণে লিপ্ত হয়েছে। সাম্প্রদায়িক এ গোষ্ঠীকে কোনভাবেই তাদের হীন স্বার্থ চরিতার্থ করতে দেয়া যাবে না। সমাবেশে ভাস্কর্য বিরোধীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়ে দলীয় নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানান। 

অন্যদিকে, রোববার সকালে জেলা ছাত্রলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রেজা ইমন ও সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দের নেতৃত্বে মিছিল শেষে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ