আজ রবিবার, ১০ই অগ্রহায়ণ ১৪৩১, ২৪শে নভেম্বর ২০২৪

শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সদস্য সচিব অধ্যক্ষ শরীফ আহমদ সাদী।  বুধবার (০২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে তিনি বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসরকালীন ভাতা প্রাপ্তি বিষয়ে মতবিনিময় করেন। 

জেলা শহরের শাহ নেয়মতুল্লাহ কলেজের সুলতানুল ইসলাম মনি উকিল অডিটরিয়ামে এই সভা আয়োজন করে শাহ নেয়ামতুল্লাহ্ কলেজ। এ-সময় উপস্থিত ছিলেন শাহ নেয়ামতুল্লাহ কলেজের গভর্নিং বডির সভাপতি সাবেক শিক্ষক নেতা অধ্যক্ষ সাইদুর রহমান, শাহ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শরিফুল আলম, জেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আতাউর রহমান, সহ-সভাপতি তরিকুল আলম সিদ্দিকী নয়ন, জেলা শিক্ষক সমিতির সসাধারণ সম্পাদক আসলাম কবির, শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি তারিক ই জামাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, রাজারামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম, হাসিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনুর রহমানসহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় সঞ্চালনার দায়িত্বে ছিলেন, নামোশংকরবাটী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক গোলাম ফারুক মিথুন। 


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ