আজ বুধবার, ২৫শে বৈশাখ ১৪৩১, ৮ই মে ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ ও ভোলাহাটে বাল্যবিয়ে, ধর্ষণ, জঙ্গিবাদ ও মাদকবিরোধী সভা

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নে ও ভোলাহাট উপজেলায় বিট পুলিশিং কার্যালয়ের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  চাঁপাইনবাবগঞ্জ ১০ নং বিট পুলিশিং কার্যালয়ের উদ্যোগে বাল্যবিয়ে, ধর্ষণ, জঙ্গিবাদ ও মাদক বিরোধী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ১০ নং বিট পুলিশিং কার্যালয় সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত। এসআই রনি সাহা এ ইউনিটটির দায়িত্ব রয়েছেন।

গত রোববার বিকেলে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. ইকবাল হোছাইন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি তদন্ত মো. কবির হোসেন, মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. এজাবুল হক বুলিসহ অন্যরা। সভায় বক্তারা এলাকাবাসীর উদ্দেশ্যে বাল্যবিয়ে, ধর্ষণ, জঙ্গিবাদ ও মাদককের কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এলাকায় কেউ ইভটিজিং বা মাদক ব্যবসার সাথে জড়িত থাকলে বিট পুলিশিং কার্যালয় বা থানায় জানাবার আহবান জানানো হয়। 

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলাসহ ইউনিয়ন পর্যায়ে জণগনের আরও কাছাকাছি গিয়ে পুলিশি সেবা দেবার লক্ষ্য নিয়ে প্রতিটি বিট পুলিশিং কার্যালয়ে এমন সভার আয়োজন করা হচ্ছে। যার মাধ্যমে মানুষকে সজাগ ও সচেতন করে যাচ্ছেন পুলিশ সদস্যরা। 

অপরদিকে ভোলাহাটে গোহালবাড়ী ইউনিয়ন পরিষদে বিট পুলিশং কার্যালয়ের সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে চেয়ারম্যান আব্দুল কাদেরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ ওসি মো. মাহবুবুর রহমান।  বিশেষ অতিথি ছিলেন পুলিশ, পরিদর্শক ( তদন্ত) আনোয়ার হোসেন ও ভোলাহাট প্রেসক্লাব সভাপতি গোলাম কবির। 

অন্যান্যের মধ্যে বক্তব্য দেনন, বিট পুলিশং গোহালবাড়ী ইউনিয়ন পরিষদের দায়িত্বে থাকা পুলিশ অফিসার এসআই আব্দুল রাজ্জাক, সাইফুল ইসলামসহ অন্যরা। 

এ সময় প্রধান অতিথি অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, মাদক, চোরাচালান, বাল্যবিয়ে, জঙ্গিসহ সকল অপরাধ বন্ধ করতে বিট পুলিশং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জনতা পুলিশের কাছে যাবেনা পুলিশ জনতার কাছে সেবা দিতে ছুটে যাবে। তিনি বলেন, বাল্যবিয়ে,মাদকসহ কোন অপরাধকে ছাড় দেয়া হবে না। নিজ নিজ অবস্থানে থেকে অপরাধ বন্ধে সকলের সহযোগিতা কামনা করেন।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ