আজ সোমবার, ২৩শে বৈশাখ ১৪৩১, ৬ই মে ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মাদক নিয়ন্ত্রণ ও বাল্যবিয়ে প্রতিরোধে সমাবেশ

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং বাল্যবিয়ে, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এ সমাবেশের আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ  মঞ্জুরুল  হাফিজ। 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম সরকারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আনিসুর রহমান , মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিদা আক্তার,  সহকারী কমিশনার( ভূমি) আনিসুর রহমান, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (অপারেশন) মিন্টু রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আকতার।

সমাবেশে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কাজী, ইমাম, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষকশিক্ষার্থী, এনজিও এবং মানবাধিকারকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে মাদকদ্রব্য্য নিয়ন্ত্রণ, বাল্য বিয়ে প্রতিরোধ, পারিবারিক সহিংসতা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ