শিবগঞ্জে মাদক-বাল্যবিয়ে প্রতিরোধে সমাবেশ
- ২৪শে নভেম্বর ২০২০ রাত ০৯:৫২:৩৮
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
শিবগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্যবিয়ে নিরোধ এবং নারী-শিশু নির্যাতন প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে আয়োজিত সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার মো. সাকিব আল-রাব্বির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাকিউল ইসলাম।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আনিসুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, ছত্রাজিতপুর আলাবক্স মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়াসহ অন্যরা। এছাড়া সমাবেশে উপজেলা পর্যায়ের বিভিন্ন দফতরের প্রধানগণ, কাজী-নিকাহ রেজিস্টার, ইউপি চেয়ারম্যান-ইউপি সদস্য, ব্যবসায় সমিতির নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
সমাবেশে মাদক-বাল্যবিবাহমুক্ত এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধকল্পে শিবগঞ্জ উপজেলা গড়তে সবার সহযোগিতা কামনা করেন বক্তারা।
০ টি মন্তব্য