আজ রবিবার, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯শে মে ২০২৪

ভোক্তা অধিকারের অভিযান : সদরের তিন প্রতিষ্ঠানকে জরিমানা

মেহেদি হাসান

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় বাজার মনিটরিংমূলক অভিযান চালিয়েছে। ২২ নভেম্বর রবিবার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জহিরুল ইসলামের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনার সময় ৯টি প্রতিষ্ঠান মনিটরিংয়ের মাধ্যমে ৩টিকে জরিমানা করা হয়। 
সংস্থাটির জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জহিরুল ইসলাম জানান, অভিযান পরিচালনার সময় দেখা যায়, ওষুধের ফার্মেসিগুলোতে ফার্মাসিস্ট থাকার কথা থাকলেও কোনোটিতেই ফার্মাসিস্ট নেই। তাপমাত্রা সংবেদনশীল ওষুধসমূহ ঠিকভাবে সংরক্ষণ করা হচ্ছে না। সংবেদনশীল ওষুধ কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হয় তা বিক্রেতাগণ সঠিকভাবে বলতে পারছেন না। এসব ওষুধ সঠিকভাবে সংরক্ষিত না হলে ওষুধের কার্যকারিতা কমে যেতে পারে। তিনি বলেন, এ-সময় ৯টি প্রতিষ্ঠান মনিটর করা হয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৫১ অনুযায়ী ‘মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে’ একটি ফার্মেসিকে ২ হাজার টাকা, একটিকে ৫ হাজার টাকা এবং অন্য আরেকটি ফার্মেসিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অন্য প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করে দেয়া হয়।
অভিযানে সহায়তা করেন জেলা বাজার কর্মকর্তা নুরুল ইসলাম ও   টিম সদস্য সারওয়ার জাহান সজল। 



মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ