আজ রবিবার, ১০ই অগ্রহায়ণ ১৪৩১, ২৪শে নভেম্বর ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ইতিহাস ঐতিহ্যের সংগ্রহশালা উদ্বোধন

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ইতিহাস ঐতিহ্যের সংগ্রহশালা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ১৯ নভেম্বর সকালে পৌরসভা চত্বরে এ উপলক্ষে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা সভা আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম। 

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মনিম উদ দৌলা, অবসরপ্রাপ্ত শিক্ষক ও টিএলসিসি সদস্য আমিনুল ইসলাম সেন্টু, মোঃ আব্দুল হান্নান। স্বাগত বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ সাদিকুল ইসলাম। 

 এসময় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান ও সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, প্যানেল মেয়র-১ মোঃ সাইদুর রহমান, প্যানেল মেয়র-৩ মোসলেমা বেগম মুসি, কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর কবির,  জিয়াউর রহমান আরমান, এনামুল হক, মইদুল ইসলাম, আফজাল হোসেন পিন্টু, সিদ্দিকা সিরাজুম মনিরা, মাসকুরা খাতুন, সচিব  মামুন অর রশিদ, অ্যাকাউন্টস্ অফিসার মোঃ আহসান হাবীব, বাজার পরিদর্শক তরিকুল ইসলাম মজনু, কর নির্ধারক এনামুল হকসহ পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীগণ। 

সংক্ষিপ্ত আলোচনা শেষে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম পৌরসভার ইতিহাস ঐতিহ্যের সংগ্রহশালার উদ্বোধন করেন।  


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ