আজ রবিবার, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯শে মে ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে মুক্তিযুদ্ধ যাদুঘরের প্রয়াত ট্রাষ্টিদের স্মরণসভা

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে  সদ্য প্রয়াত মুক্তিযুদ্ধ যাদুঘরের অন্যতম ট্রাষ্টি স্থপতি রবিউল হুসাইন ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউদ্দীন তারিক আলীর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬’নভেম্বর) বিকেলে শাহনেয়ামতুল্লাহ কলেজে চাঁপাইনবাবগঞ্জ জেলার মুক্তিযুদ্ধ যাদুঘরের নেটওয়ার্ক শিক্ষকবৃন্দ এ অনুষ্ঠান আয়োজন করে।

কলেজ পরিচালনা কমিটি সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক গোলাম ফারুক মিথুনের পরিচালনায় সভায় সম্মানিত অতিথির বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ,চাঁপাইনবাবগঞ্জ সনাক সভাপতি এড.সাইফুল ইসলাম রেজা, নবাবগঞ্জ সরকারী কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড, মাজহারুল ইসলাম তরু, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল আলমও  আরও বক্তব্য দেন প্রধান শিক্ষক এতাহার আলী, শিক্ষক মোস্তাক হোসেন, সাংবাদিক মেহেদি হাসান প্রমুখ।
মরহুমদের স্মরণে নীরবতা পালন দিয়ে শুরু অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ যাদুঘর প্রতিষ্ঠার ইতিহাস ও বর্তমান অবস্থা, যাদুঘরের প্রয়াত ট্রাষ্টিদের জীবন,কর্ম ও চেতনা নিয়ে আলোচনা করেন বক্তরা।

পরে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক জুম কনফারেন্সিং এর মাধ্যমে স্মরণ সভায় এ কথা বলেন।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ