মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
- ১২ই নভেম্বর ২০২০ রাত ০৮:০৮:০৬
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
এ-সময় বিশ্বরোড় মোড়ের দোকানগুলোতে মাস্ক ছাড়া পণ্য কিনতে আসা ক্রেতাদের পণ্য না দিতে নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া ‘নো মাস্ক, নো সার্ভিস’ লেখা সাইনবোর্ড টাঙানোর জন্য সরকারের নির্দেশনার কথা দোকানমালিকদের অবহিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটদ্বয়।
এ ব্যাপারে জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ বলেন, করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। জনসচেতনতা তৈরিতে জেলা প্রশাসন কাজ শুরু করেছে। পাশাপাশি মোবাইল কোর্ট পরিচলনা করা হচ্ছে। বাইরে বের হবার সময় মাস্ক পরার জন্য জেলবাসাীর প্রতি আহ্বান জানান জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হক।
০ টি মন্তব্য