আজ রবিবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩১, ২৪শে নভেম্বর ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে আইডিইবি’র ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মেহেদি হাসান

“ নীল অর্থনীতি এনে দেবে সমৃদ্ধি” এ প্রতিপাদ্যকে  সামনে রেখে  গতকাল বুধবার চাঁপাইনবাবগঞ্জে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী (সূবর্ণ জয়ন্তী) পালিত হয়েছে। 

সকাল সাড়ে ১০ টায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা চত্বরে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। পরে আইডিইবি, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে সংক্ষিপ্ত র‌্যালি শেষে আলোচনাসভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মইনুদ্দিন মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, আইডিইবি  কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কবির উদ্দিন, কেন্দ্র্রীয় কমিটির নির্বাহী সদস্য মোফাজ্জল হক। স্বাগত বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও সংগঠনটির সভাপতি মো. সাদেকুল ইসলাম। 

এসময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি প্রকৌশলী  মোঃ মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক ও গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী সত্যজিৎ রায়। র‌্যালিতে সরকারি- বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রকৌশলী, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ