চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ২ কোটি টাকার হেরোইনসহ ১ জন গ্রেপ্তার
- ১০ই নভেম্বর ২০২০ সন্ধ্যা ০৬:১৬:১১
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর কাঁঠালিয়া পাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকা মূল্যের হেরোইনসহ ১জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার দিবাগত রাতে ২ কেজি হেরোইনসহ সুমন আলী (৩৮) নামের এক জনকে আটক করে ডিবি। আটক ব্যক্তি জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর কাঠালিয়াপাড়ার মনিরুল ইসলামের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ বাবুল উদ্দিন সরদার ২কেজি হেরোইনসহ ১জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত আসামী, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের কাঠালিয়াপাড়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে সুনন আলী (৩৮)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই অনুপ কুমার সরকার ও এসআই মশিউর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের সঙ্গীয় ফোর্স ঐ এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ সুমনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন দীর্ঘ দিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
০ টি মন্তব্য