মুজিববর্ষে চাঁপাইনবাবগঞ্জে ঘর পাচ্ছে ভূমিহীন ও গৃহহীন ১১৬৯ পরিবার
- ১০ই নভেম্বর ২০২০ বিকাল ০৪:৫২:১১
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন সকল পরিবারের জন্য ঘর নিশ্চিত করতে সর্বাত্মক কাজ করে যাচ্ছে সরকার। তারই অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫ উপজেলায় ১ হাজার ১৬৯ জন দরিদ্র মানুষকে গ্রহ নির্মাণ করে দেয়া হচ্ছে। টয়লেট ও রান্নাঘরসহ দুইকক্ষ বিশিষ্ট আধাপাকা প্রতিটি গৃহ নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। সরকারের ভ’মিহীন-গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ কর্মসূচির আওতায় গৃহগুলো নির্মাণ কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। সোমবার জেলার নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের বিষ্ণপুর গ্রামে গ্রহ নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মণ্জুরুল হাফিজ।
জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা হাসানুজ্জামান ফৌজদার জানান, জেলার সদর উপজেলায় ১৩০, শিবগঞ্জ উপজেলায় ৭৩৭, গোমস্তাপুর উপজেলায় ৯৫, নাচোল উপজেলায় ২০০ ও ভোলাহাট উপজেলায় ৭টি ভ’মিহীন ও গৃহহীন পরিবারকে এই গৃহগুলো নির্মাণ করে দেয়া হচ্ছে। তিনি আরো জানান, দুই কক্ষ বিশিষ্ট প্রতিটি আধা পাকা গৃহের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। সবগুলো গ্রহই সরকার নির্ধারিত একই নকশায় তৈরি হবে। রান্নাঘর, সংযুক্ত টয়লেটসহ অন্যান্য সুবিধা থাকবে এসব বাড়িতে।
উল্লেখ্য, মুজিববর্ষে দেশের সব মানুষকে ঘরের বন্দোবস্থ করে দেওয়ার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না।
০ টি মন্তব্য