আজ বৃহঃস্পতিবার, ২রা জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ই মে ২০২৪

করোনা মোকাবিলায় সম্মুখসারির যোদ্ধাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালো বন্ধুসভার বন্ধুরা

মেহেদি হাসান

করোনা মোকাবিলায় সম্মুখসারির যোদ্ধা হিসেবে চাঁপাইনবাবগঞ্জে ছয়টি প্রতিষ্ঠানকে ধন্যবাদ, কৃতজ্ঞতা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ শুভেচ্ছা জানান চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলো বন্ধুসভার সদস্যরা। প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রথম আলোর পক্ষ থেকে এ শুভেচ্ছা জানানো হয়।

বন্ধুরা জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও), জেলা স্কাউটস ও স্বেচ্ছাসেবী সংগঠন 'মেহমান'কে শুভেচ্ছা জানাতে তাদের প্রতিষ্ঠানগুলোর কার্যালয়ে যান। এসময় তাঁদের ফুল ও প্রথম আলোর কৃতজ্ঞতা প্ল্য্যাকার্ড দেয়া হয়। 

এ সময়ে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তাজকির-উজ-জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্রনাথ উরাওঁ, পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী, সদর হাসপাতালের আরএমও নাদিম সরকার, জেলা স্কাউটসের সম্পাদক গোলাম রশিদ, স্কাউটস লিডার খসরু পারভেজ, আব্দুল হাই ফারুকী, মেহমানের উপদেষ্টা চিকিৎসক আনোয়ার জাহিদ, মেহমানের কর্মী জহিরুল ইসলাম, মনিরুল ইসলাম, মাসুম উদ্দীন, গিয়াসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলো বন্ধুসভার সভাপতি সাঈদ মাহমুদ, সাধারণ সম্পাদক মারিয়া হাসান, যুগ্ন সাধারণ সম্পাদক আইরিন খাতুন, সাংগঠনিক সম্পাদক ও প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, পাঠচক্র সম্পাদক আরাফাত মিলেনিয়াম, সমাজকল্যাণ সম্পাদক ফজিলাতুন্নেছা, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন।


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ