আজ রবিবার, ২২শে ভাদ্র ১৪৩২, ৭ই সেপ্টেম্বর ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে ১৯ দিন পর নতুন করে ১০ জনের করোনা শনাক্ত

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ জেলায় টানা ১৯ দিন কেউ আক্রান্ত না হবার পর বুধবার(২৮’অক্টোবর) নতুন করে ১০ জন করোনাভাইরাসে(কোভিড-১৯)আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭৯২ জন। বুধবার রাজশাহী মেডিক্যাল কলেজ ল্যাব থেকে আসা ২০টি নমূনার ফলাফলে সদরের বাসিন্দা ওই ১০ জন শনাক্ত হন। 

এর আগে গত ৮’অক্টোবরের পর টানা ১৯ দিন জেলায় কেউ শনাক্ত হন নি। ফলে সূস্থতার সংখ্যা বেড়ে গত মঙ্গলবার(২৭’অক্টোবর) জেলায় রোগি কমে দাঁড়ায় ৩ জনে। এদিকে বুধবার পর্যন্ত জেলায় ৭৬৫ জন সূস্থ হয়েছেন। জেলায় এ পর্যন্ত মারা গেছেন ১৪ জন। জেলায় চিকিৎসাধীন রোগি এখন ১৩ জন। এরা সকলেই সদরের বাসিন্দা। 

জেলার শিবগঞ্জ,গোমস্তাপুর,নাচোল ও ভোলাহাট উপজেলা এখন রোগি শুণ্য। 

বুধবার রাতে সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরৗ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন,জেলা থেকে এ পর্যন্ত ৬ হাজার ৭০৭ টি নমূনা সংগ্রহ হয়েছে।এখনও ৮৭ টি নমূনার ফল পাওয়া যায় নি। এর মধ্যে গত মঙ্গলবার ৪৮টি নমূণা সংগ্রহ হয়। 


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ