চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ক্লাসের জন্য মাল্টিমিডিয়া উপকরণ বিতরণ
- ২৫শে অক্টোবর ২০২০ বিকাল ০৫:৪৮:০১
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ২০১৮-২০১৯ অর্থবছরের অবকাঠামো উপপ্রকল্পের আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ক্লাসের জন্য মাল্টিমিডিয়া উপকরণ সরবরাহ করা হয়েছে। রোববার বিকেলে সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহি অফিসার মোঃ নাজমুল ইসলাম সরকারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম তাজকির উজ জামান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, ভাইস চেয়ারম্যান মহিলা নাসরিন আখতার। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা. তৌফিকুল ইসলাম, কালিনগর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান।
উল্লেখ্য উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি), স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) সহযোগিতায় উপজেলা পরিষদ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে এসব মাল্টিমিডিয়া উপকরণ বিতরণ করা হয়।
০ টি মন্তব্য