চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক কমিটির অনুমোদন
- ২৩শে অক্টোবর ২০২০ সকাল ০৯:৫৯:৩৯
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগ এর ৭১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিকে অনুমোদন দিয়েছে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কার্যনির্বাহী কমিটি। ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। ২২ অক্টোবর বৃহস্পতিবার আহবায়ক কমিটির অনুমোদন হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ বিশ্বাসের সুপারিশক্রমে রাজশাহী বিভাগের আওতাধীন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক এটি অনুমোদন পায়।
সভাপতি বীর মুক্তিযোদ্ধা সায়ীদুর রহমান, কার্যকারী সভাপতি মো. সাইফুল আলম মানিক ও সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর স্বাক্ষরিত অনুলিপি থেকে এটি নিশ্চিত হওয়া গেছে। এ ছাড়াও বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের দপ্তর সম্পাদক এম এইচ এনামুল হক রাজুও কমিটি অনুমোদন হয়েছে তা নিশ্চিত করেন।
নতুন দায়িত্ব পালনে এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মৎস্য বান্ধব সরকারের সফল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সকলের সহযোগিতার আহবান জানান আহবায়ক কমিটি সদস্যবৃন্দ।
অনুমোদিত কমিটির আহবায়ক মো. রানাউল করিম ও সদস্য সচিব মো. বরজাহান আলী। এ ছাড়া ২২ জন সদস্য রয়েছে। যুগ্ম আহবায়ক ৭জন। তারা হলেন, মো. সফিউর রহমান, মো. মিনার আহমেদ, মো. মিল্টন আলী, মো. মোস্তাফিজুর রহমান, মো. হাসনাত আলী, মো. শহীদ আলী রেজা ও কাজী এমদাদ হোসেন।
২২ জন সদস্য হচ্ছে, মো. আমিনুল ইসলাম, সৈয়দ আজরফ হোসেন, মো. করিম, মো. লুৎফর রহমান, মো. মালাহত আশরাফুল ইসলাম, তুহিন আলী, নাজমুল হুদা, ইফরাত হোসেন স্বজন, তরিকুল ইসলাম, ইমরান খান, ডালিম রানা, মোফাজ্জল হক জুয়েল, কারমাল শেখ, নাজমুল হুসাইন, ইউসুফ আলী বাবু, জাকির হোসেন, কামরুল হাসান বিজয়, গোলাম আরিফ, নাসরিন সুলতানা পপি, মোবিনুল ইসলাম মোমিন, আবুল কালাম আজাদ।
০ টি মন্তব্য