ইলিশ সংশ্লিষ্ট ১৯০ জন জেলেদের মাঝে বিশেষ ভিজিএফের চাল বিতরণ
- ২২শে অক্টোবর ২০২০ বিকাল ০৪:৫০:৪৯
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নে সদর উপজেলা মৎস্য অফিসের আয়োজনে ইলিশ সংশ্লিষ্ট ১৯০ জন জেলেদের মাঝে বিশেষ ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে নারায়নপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডে এসব বিশেষ ভিজিএফের চাল বিতরণ করা হয় । এ সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি,উপজেলা নির্বাহি অফিসার মোঃ নাজমুল ইসলাম সরকার, ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, নাসরিন খাতুন, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানা, আমার বাড়ি আমার খামার প্রকল্পের জেলা সমন্বয়কারী মাহমুদা সুলতানা , উপজেলা সমন্বয়কারী জামাল উদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সালেহ আকরাম, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মওদুদ আহমেদ খাঁ, একাডেমিক সুপারভাইজার আব্দুল আলিম, নারায়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিন শরীফ ,চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষকলীগের সভাপতি রুহুল আমিন প্রমুখ।
উল্লেখ্য চাঁপাইনবাবগঞ্জ জেলায় সর্বমোট ১১০০ জন জেলেদের মাঝে ২২ মেট্রিক টন চাল বিতরণ করা হয়।
০ টি মন্তব্য