আজ মঙ্গলবার, ৩০শে বৈশাখ ১৪৩১, ১৪ই মে ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর বাঁধ নির্মাণের দাবীতে মানববন্ধন

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৮ নং দেবীনগর ইউনিয়নের মহানন্দা নদীতে বাঁধ নির্মাণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৪ অক্টবর বুধবার  বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাঁধ নির্মাণের দাবীতে দেবীনগর  ইউানয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন,সাড়ে ৩শ বিঘা ফসলী জমি মহানন্দা নদীর গর্ভে বিলীন হয়েছে,এছাড়াও প্রায় ৫০-৬০ জনের বসতবাড়ি আমাদের চোখের সামনে বিলীন হয়েছে।

 দেবীনগর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহিম বিশ^াস জানায় নদী ভাঙ্গন রোধে ব্যবস্থা না নিলে দেবীনগর দ্বি-মুখী মাধ্যমিক বিদ্যালয়,দেবীনগর দ্রাখিল মাদ্রাসা,হাফিজিয়া,কওমী মাদ্রাসা,ধুলাউড়ি হাট সহ ৮ টি শিক্ষা প্রতিষ্ঠান হুমকিতে রয়েছে। এছাড়াও ৭ টি মসজিদ, ইউনিয়ের ভূমি অফিস,ইউনিয়ন পরিষদ সহ প্রায় কয়েকশ কোটি টাকার সম্পতি নদীতে বিলীন হবে। মনববন্ধনে বক্তব্য প্রদান করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেবীনগর ইউনিয়নের কৃতি সন্তান আজিজুর রহমান,আওয়ামী লীগ নেতা দানেশ আলী,সাংবাদিক জমশেদ আলী,মাইনুল ইসলাম,হাবিবুর রহমান,সহ অন্যরা।

মানববন্ধন শেষে, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক,  জেলা পরিষদের চেয়ারম্যান,  জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বরাবর স্মারকলিপি প্রদান করেছে ভাঙ্গন কবলিত এলাকাবাসী। 

 

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ