আজ শনিবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩১, ২৩শে নভেম্বর ২০২৪

সুধী সমাজের সাথে নবাগত জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের মতবিনিময়

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে যোগদানকৃত জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ  জেলার সুধী সমাজের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায়  জেলা প্রশাসক আম,কাঁসা লাক্ষা রেশম সমৃদ্ধ জেলার  সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে  দুর্নীতি, মাদকমুক্ত,  পরিছন্ন চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলার কথা বলেন। 

চাঁপাইনবাবগঞ্জ জেলার উন্নয়নের ক্ষেত্রে তিনি জেলার প্রত্যেকটি গ্রামেগঞ্জে যাব, সমস্যা সম্ভবনা  বাছাই করে কাজ করার চেষ্ঠা করব। সাধারণ মানুষের সাথে কথা বলব।  তিনি আরো বলেন,   একটি সুন্দর সমৃদ্ধ  চাঁপাইনবাবগঞ্জ গড়ে তোলা হবে আমার প্রত্যয় । আর এটি করতে পারলেই আমার কর্ম জীবনের সবচেয়ে বড় সার্থকতা হবে। জেলার সকল যুব সমাজের মধ্যে মুুক্তিযুদ্ধের চেতনাই উদ্বুদ্ধ করে তথ্য প্রযুক্তি নির্ভর জনশক্তি গড়ে তোলা, শিক্ষা ক্ষেত্রে স্বচ্ছতা, স্বাস্থ্য সেবা নিশ্চিত কথাও  ব্যক্ত করেন। 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম তাজকির উজ জামান,  চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি এরফান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ এরফান আলী, পাবলিক প্রসিকিউটার পিপি মোহাঃ নাজমুল আজম, চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম কবীর, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আকরামুল ইসলাম, জেলা বাস মালিক সমিতির সভাপতি এফ. কে এম লুৎফর রহমান ফিরোজ, রেড ক্রিসেন্ট এর ভাইস প্রেসিডেন্ট মনিম উদ দৌলা চৌধুরী, সনাক সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম রেজা, দৈনিক গৌড় বাংলার সম্পাদক হাসিব হোসেন, অ্যাডভোকেট নুরুল ইসলাম  সেন্টু, উদীচীর সাধারণ সম্পাদক গোলাম ফারুক মিথুন, জেলা পরিষদ সদস্য আব্দুল হাকিম, আদিবাসী নেত্রী কল্পনা রানীসহ বিভিন্ন শ্রেণী পেশার সূধীজন উপস্থিত ছিলেন।  


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ