আজ সোমবার, ২৯শে বৈশাখ ১৪৩১, ১৩ই মে ২০২৪

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।  সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  অতিরিক্ত জেলা প্রশাসক এ.কে.এম. তাজকির-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক।    স্বাগত বক্তব্য দেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল আলম।অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যাপক সিরাজুল ইসলাম, নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু,   অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা, শিশুদের মধ্যে বক্তব্য দেন, জেলা ন্যাশনাল চিল্ড্রেন ট্রাস্কফোর্সের সভাপতি হুসান আবরার আবীর ও সাধারণ সম্পাদক নায়েলা তাহসিন। শিশু একাডেমির শিশুরা অনুষ্ঠানে সংগীত পরিবেশন ও আবৃত্তি করেন। অনুষ্ঠানে শিশুসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি  জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক শিশুদের উদ্দেশ্যে বলেছেন, তোমরা ভবিষ্যতের জন্য স্বপ্ন দেখ, কীভাবে জীবনটাকে গড়ে তুলবে, কীভাবে ভালো মানুষ হবে, কীভাবে দেশটাকে গড়ে তুলবে তার একটি পরিকল্পনা করো। সোমবার সকালে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। জেলা প্রশাসক আরো বলেন-জাতির পিতা স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা গড়ে তোলার। তোমরাও স্বপ্ন দেখ, সোনার বাংলা গড়ে তোলার স্বপ্ন।


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ