আজ সোমবার, ২৯শে বৈশাখ ১৪৩১, ১৩ই মে ২০২৪

প্রীতি ফুটবল ম্যাচের মধ্যদিয়ে মাঠে গড়ালো খেলা জেলা ক্রীড়া ফুটবল দল ৫-০ গোলে জয়ী

মেহেদি হাসান

 করোনা পরিস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জের মাঠে কোন খেলা গড়ায়নি। করোনা আবহে দীর্ঘদিন ধরে মানুষ ঘরবন্দি ছিল। এসময় মাঠও যেন অলস সময় পার করছিল। মাঠকে সচল রাখতে জেলা প্রশাসক বিদায় মুহুর্তে এ ধরনের উদ্যোগ গ্রহণ করেন। এছাড়া জেলা ক্রীড়া সংস্থার কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় একরকম সব খেলা বন্ধ হয়ে পড়ে। এ পর্যায়ে জেলা ক্রীড়া সংস্থাকে সচল রাখতে জাতীয় ক্রীড়া পরিষদের এক পরিপত্রে জেলা প্রশাসককে সভাপতি করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। দীর্ঘদিনের অচলাবস্থা যেন দূর হলো।

এরই অংশ হিসেবে ( শনিবার 03 অক্টোবর)  বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির ব্যবস্থাপনায় জেলা স্টেডিয়ামে  প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। জেলা পুলিশ ফুটবল দল ও জেলা ক্রীড়া সংস্থা ফুটবল দলের মধ্যদিয়ে মাঠে খেলা গড়ায়। এ খেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার)। প্রীতি ম্যাচে জেলা ক্রীড়া ফুটবল দল ৫-০ গোলে জেলা পুলিশ দলকে পরাজিত করে। খেলায় দর্শকের ্উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।   শেষে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক আবু জাফর মোহাম্মদ নুরুল হক। খেলার মাঝে জেলা প্রশাসককে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম তাজকির উজ জামান,  অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)  দেবেন্দ্রনাথ উরাঁও, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জাকিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মাহবুব আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইকবাল হোছাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ফজলে ই খোদা,  জেলা যুবলীগের সভাপতি সামিউল সামিউল হক লিটন প্রমুখ।   


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ