আজ শুক্রবার, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ই মে ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

মেহেদি হাসান

জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে উৎপাদনশীলতা এ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে সংক্ষিপ্ত শোভাযাত্রা ও আলোচনাসভার মধ্য দিয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সকালে এ কর্মসূচি পালিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্রনাথ উরাও।

প্রধান অতিথি বলেন, টেকসই জাতীয় উন্নয়নের জন্য আমাদের সম্মিলিত উদ্যোগ নিতে হবে। উৎপাদন বৃদ্ধি পেলে অর্থনীতি সবল হবে। অর্থনীতি শক্তিশালী হলে পরনির্ভরশীলতা কমে যাবে। আমরা কাঙ্খিত উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে পারব। এতে দেশ দ্রুত উন্নত দেশে পরিণত হবে।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ বিসিকের সহকারী মহাব্যবস্থাপক আজাদ হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোস্তাফিজুর রহমান, জেলসুপার মজিবুর রহমান মজুমদার, চেম্বারের পরিচালক শহীদুল ইসলাম শহীদ, সহকারী কমিশনার চন্দন কর প্রমুখ।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ