আজ রবিবার, ১৫ই বৈশাখ ১৪৩১, ২৮শে এপ্রিল ২০২৪

চাঁপাই গ্রামীণ পাবসস'র ত্রি-বার্ষিক নির্বাচন সোমবার, দুই প্যানেলে প্রার্থী ২২ জন

মেহেদি হাসান

চাঁপাই গ্রামীণ পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ সেপ্টেম্বর সোমবার। এতে দুটি প্যানেলে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোট ২২ জন প্রার্থী। নির্বাচনকে ঘিরে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইতে ব্যস্ত সময় পার করছেন দুই প্যানেলের প্রার্থীরা। এসময় সমবায় সমিতি ও কৃষকদের বিভিন্ন উন্নয়ন কাজের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। নির্বাচনে জাকেরুল-আজিজুর-বাসির এবং আমিনুল-রাফেজ পরিষদের দুটি প্যানেল অংশ নিচ্ছে। এতে জাকেরুল-আজিজুর-বাসির প্যানেলে সভাপতি হিসেবে ছাতা প্রতিকে মো. জাকেরুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে মোরগ প্রতীকে লড়াই করছেন মো. বাসির আলী। এই প্যানেলে ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আজিজুর রহমান।

অন্যদিকে, আমিনুল-রাফেজ প্যানেলে চেয়ার প্রতীকে সভাপতি হিসেবে মো. আমিনুল ইসলাম বাবু মিয়া ও সাধারণ সম্পাদক পদে গরুর গাড়ি প্রতীকে নির্বাচনে লড়াই করছেন মো. রাফেজ আলী মীর। এছাড়াও নির্বাচনে জাকেরুল-আজিজুর-বাসির প্যানেল সদস্য পদে তালাচাবি প্রতীকে এনামুল হক, হরিণ প্রতীকে মো. বৈয়ুদ্দীন, ফুটবল প্রতীকে মো. ইসমাইল মিয়া, আনারস প্রতীকে আবুল কালাম ভিখু, টিউবওয়েল প্রতীকে জলিলুর রহমান, মহিলা সদস্য হিসেবে মাবিয়া খাতুন বেবী, কলস প্রতীকে সাহিদা বেগম, পাতিহাঁস প্রতীকে মর্জিনা বেগম ও সেলাইমেশিন প্রতীকে সাগরী বেগম প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে, আমিনুল-রাফেজ প্যানেলে সদস্য পদে গাভী প্রতীকে আনোয়ার হোসেন, উড়োজাহাজ প্রতীকে বেনাউল হক মোশারফ, টেলিভিশন প্রতীকে মোয়াজ্জেম হোসেন কটা, কবুতর প্রতীকে এমাজুল ইসলাম ফুয়াদ, আম প্রতীকে আসলান খাঁ, মহিলা সদস্য হিসেবে ঢেঁকি প্রতীকে রুমালী বেগম, শাপলা ফুল প্রতীকে উজলেফা বেগম ও কাপ-পিরিচ প্রতীকে ময়না বেগম প্রতিদ্বন্দ্বিতা করছেন। উল্লেখ্য, সোমবার চাঁপাই গ্রামীণ পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে ৭'শ ৫৯ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ