আজ মঙ্গলবার, ৩০শে বৈশাখ ১৪৩১, ১৪ই মে ২০২৪

করোনার মধ্যেও চাঁপাইনবাবগঞ্জে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা - জেলায় ১৩৩ মন্দিরে হবে পূজা

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে করোনা পরিস্থিতির মধ্যেও  মন্দিরে মন্দিরে চলছে প্রতিমা  তৈরির কাজ। ব্যাস্ত প্রতিমা কারিগররা। দুর্গাপূজা যতোই ঘনিয়ে আসছে ব্যস্ততা ততই বাড়ছে প্রতিমা কারিগরদের। খড় আর কাদা মাটি দিয়ে প্রতিমা তৈরির প্রাথমিক কাজ শেষের দিকে। এখন রঙ আর তুলির আঁচড় দিয়ে দুর্গাকে সাজানো হবে। 

চাঁপাইনবাবগঞ্জ জেলায় এবার ১৩৩টি মন্দিরে দুর্গা পূজা হবার কথা রয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৫৭, শিবগঞ্জ ৩৭, গোমস্তাপুর ২৪, নাচোল ১২ ও ভোলাহাট উপজেলায় ৩ তবে সদর উপজেলা ও গোমস্তাপুর উপজেলায় আরো মন্দির বাড়তে পারে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রনব কুমার পাল। 

তিনি আরো জানান, এবছর করোনার ফলে পুরো জেলার মন্দিরগুলোতে সদস্যদের কাছ থেকে চাঁদা কম পাওয়া যাচ্ছে। কারণ করোনা পরিস্থিতিতে মানুষজন ৩-৪ মাস বেকার হয়ে যাওয়ায় মানুষের চাঁদা দিতে কষ্ট হচ্ছে। 

নাম প্রকাশে অনিচ্ছিুক এক প্রতিমা শিল্পী জানান, প্রতিমা তৈরির উপকরণের মূল্য বৃদ্ধিতে ব্যয় বেড়েছে । কিন্তু পারিশ্রমিক তেমন তেমন একটা বাড়েনি প্রতিমা কারিগরদের। তারা বলেন, কাজ প্রায়ই শেষের দিকে। পূজা উদযাপন কমিটি যদি আমাদের পারিশ্রমিকের বিষয়টা চিন্তা করলে ভালো হয়।

এদিকে করোনা পরিস্থিতি হলেও জেলায় শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে পূজা উদযাপন হবে বলে আশা করছেন জেলা পূজা উদযাপন পরিষদের  সাধারণ সম্পাদক প্রনব কুমার পাল। 


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ