চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা
- ২১শে সেপ্টেম্বর ২০২০ বিকাল ০৫:১৯:২৬
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার সেন্টু মার্কেট বাজারে তদারকিমূলক অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে সেন্টু মার্কেট অভিযান চালিয়ে বিভিন্ন মোবাইল ফোন টেলিকমে বিভিন্ন নকল ব্র্যান্ডের মেমোরি কার্ড পেনড্রাইভ পাওয়ার ব্র্যান্ড পণ্য বিক্রয় করার দায়ে ২টি প্রতিষ্ঠানকে ৫ হাজার করে মোট ১০হাজার জরিমানা করেন এবং নকল পণ্য জব্দ করে জনসাধারণ মানুষের সামনে ধ্বংস করা হয়।
অপর দিকে আস্থা সুপার শপ শোরুমে নকল পণ্য বিক্রয় করার দায়ে ৫ হাজার টাকা জরিমানা করেন এবং ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জহিরুল ইসলাম। জহিরুল ইসলাম জানান, ব্যবসায়ীদের সতর্ক করা হয় যেন অতিরিক্ত মুনাফালোভী না হয় ও মূল্যে কারসাজি না করেন,নকল ব্র্যান্ডের পণ্য বিক্রয় না করেন এছাড়া প্রতিষ্ঠান মালিকদের সামাজিক দূরত্ব বজায় রাখা, ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় করা বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান এবং অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
০ টি মন্তব্য