আজ শনিবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩১, ২৩শে নভেম্বর ২০২৪

আদমশুমারীতে দলিতদের আলাদা তথ্য সংগ্রহ ও অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন

মেহেদি হাসান

আসন্ন ২০২১ সালে অনুষ্ঠিতব্য আগমশুমারীতে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর আলাদা তথ্য সংগ্রহ ও অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন-বিডিইআরএম'র আয়োজনে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নাগরিক উদ্যোগের সহযোগিতায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন-বিডিইআরএম চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি শ্রী ব্রক্ষনাথ ঠাকুর, উপদেষ্টা মো. সাজাহান খান, শ্যামকৃষ্ণ দাস, সদস্য বিশকা রানি রবিদাস, সঞ্চিতা দাসসহ অন্যান্যরা। মানববন্ধন ও সমাবেশে উপস্থিত ছিলেন, দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণ। মানববন্ধনে বক্তারা নিজেদের দাবি পূরনের জোর দাবি জানান।

এসময় বক্তারা ২০২১ সালে অনুষ্ঠিতব্য আগমশুমারীতে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর আলাদা তথ্য সংগ্রহ ও অন্তর্ভুক্তিসহ দলিত জনগোষ্ঠীর জন্য এসডিজির আলোকে একটি জাতীয় ভিক্তিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ, সম্প্রদায়ভিক্তিক তথ্য সরকারিভাবে সংরক্ষণ এবং প্রস্তাবিত 'বৈষম্য বিলোপ আইন' প্রণয়ন করার দাবি জানান। এছাড়াও সংখ্যালঘু, আদিবাসী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতি বৈষম্যমূলক সকল প্রকার আইনের অবসান এবং সরকারি চাকুরিতে বিশেষ সুবিধা প্রদানের দাবি জানানো হয় মানববন্ধনে।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ